কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫১০ পিচ ইয়াবা ও ৩১ বোতল ফেন্সিডিলসহ পৌর কাউন্সিলরের স্ত্রী ও পুত্রকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার পাঠান পাড়া গ্রাম থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন উলিপুর পৌরসভার ৬নং সদও ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের স্ত্রী মিনারা বেগম ,পুত্র মানিক মিয়া ও অপর এক অভিযানে সরদার পাড়া গ্রাম থেকে কবির আহমেদ এর পুত্র বদরুদ্দোজা রয়েল। উভয়ে দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেও আটক করা হয়।
এ ব্যপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উলিপুরকে মাদকমুক্ত করার নিমিত্তে আমরা এ বিশেষ অভিযান চালিয়ে আসছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Home / সারা দেশ / উলিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫১০ পিচ ইয়াবা ও ৩১ বোতল ফেন্সিডিলসহ কাউন্সিলরের স্ত্রী ও পুত্র আটক
Check Also
চিলমারীতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ সোনালী ব্যাংক লি. এর অনলাইন সেবার মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট সরকারি …
চিলমারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। চিলমারী উপজেলা …
ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করে যুবক আটক
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম সোহরাব …