শুক্রবার , সেপ্টেম্বর ১৩ ২০২৪
Home / সারা দেশ / সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান ডিএনসিসি মেয়রের

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান ডিএনসিসি মেয়রের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। শনিবার নগরীর কড়াইল বস্তির আদর্শনগরের এরশাদ স্কুলে ঈদের আনন্দ উৎসবে মিলিত হয়ে এ আহ্বান জানান মেয়র। এসময় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেয়র বলেন, বস্তিগুলোর উন্নয়নে ডিএনসিসি আরো মনোযোগী হবে। বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। আতিক বলেন, শিশুদের চিন্তা-চেতনায় পজেটিভ ধারা জাগ্রত করতে হবে। তাদের সচেতনতা বাড়ানো এবং শিশুদের মৌলিক চাহিদাগুলোর জন্য বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। উজ্জ্বল ও পরিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিতে সহায়তা করতে হবে।

তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য আমাদের সবাইকে নিজ নিজ ভ‚মিকা পালন করতে হবে। উন্নতি ও প্রবৃদ্ধি রাতারাতি হয় না। সমন্বিত প্রচেষ্টা ও পদক্ষেপের মাধ্যমে এটা ধীরে ধীরে বদলায়। আর এসব শিশুদের পাশে ডিএনসিসি সব সময় থাকবে।

ঈদের আনন্দ উৎসবে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে ‘মুজিব কমিকস’ উপহার দেয়া হয়। তাছাড়া সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য বাহারি রকমের ঈদ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। মেয়র ফুটবল খেলা এবং নাগরদোলায় চড়াসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের সাথে ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেন। মেয়রকে পেয়ে শিশু-কিশোররা আনন্দ-উৎসবে মেতে ওঠে।

About admin

Check Also

পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান (৩৫)কে গ্রেফতার করেছে …

এখনও ২ ফুট পানির নিচে অনেক এলাকার ঘরবাড়ি

বন্যাদুর্গত নোয়াখালীর ৮ উপজেলা ও ৭ পৌরসভায় পানি কমতে শুরু করলেও অনেক এলাকার ঘরবাড়ি এখনও …

কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *