
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম বিশ্বে আজ অনেক খুন খারাবি হচ্ছে। হানাহানি হচ্ছে। এসব রোধ করতে ওয়াইসির সম্মেলনে নেতৃবৃন্দকে আমি আহ্বান করেছি।
তিনি বলেন, কিছু ভ্রান্ত মানুষ মনে করছে তারা মানুষ খুন করে জান্নাতে যাবে। কিন্তু এটা কি সম্ভব? কেউ কি মানুষ খুন করে জান্নাতে গিয়েছে? সেখান থেকে কি কোনো ম্যাসেজ এসেছে?
রোববার (৯ জুন) বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কে ভালো কাজ করছে আর কে খারাপ করছে তার বিচারের দায়িত্ব তো আল্লাহর। কুরআন হাদিসে বলা আছে আল্লাহই শেষ বিচার করবেন। মানুষকে এসবের বিচারের ভার দেয়া হয়নি। সুতরাং কে ভালো মুসলিম আর কে মন্দ মুসলিম তার বিচারের দায়িত্ব মানুষের নয়। এসব করে খুন খারাবি করাও ভালো মানুষের কাজ নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করায় এবারের ঈদ উৎসব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ঈদের সময় দেশে না থাকলেও প্রতিমুহূর্তের খবর আমার কাছে পৌঁছেছে।