
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি রুটের ৫ বাস মালিককে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ জুন) নগরের নতুন ব্রিজ ও মইজ্জারটেক এলাকায় এ অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
এ সময় ২টি বাস ও ১টি ম্যাক্সিমার যাত্রীদের কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া তাৎক্ষণিক যাত্রীদের ফিরিয়ে দিতে চালক-হেল্পারকে নির্দেশ দেন আদালত।
ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বলেন, নগর থেকে সাতকানিয়া-লোহাগাড়ার বাস ভাড়া ১০০-১২০ টাকা, পটিয়ার বাস ভাড়া ২০ টাকা এবং বাঁশখালীর বাস ভাড়া ৬৫ টাকা।
তবে ঈদ বকশিশের নামে সাতকানিয়া-লোহাগাড়ার বাস ভাড়া ১৫০ টাকা, পটিয়ার বাস ভাড়া ৫০ টাকা এবং বাঁশখালীর বাস ভাড়া ১২০ টাকা আদায় করা হচ্ছিলো নতুন ব্রিজ এলাকায়।
তিনি জানান, একদিকে ঈদ বকশিশের নামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া, অন্যদিকে সিট ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যাত্রী নেওয়ার দায়ে ৫ বাস মালিককে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।