মঙ্গলবার , ডিসেম্বর ৫ ২০২৩
Home / সারা দেশ / চিলমারীতে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

চিলমারীতে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন

 

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় যার জমি আছে কিন্তু ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের শরীফেরহাট হাজিপাড়া এলাকার মৃত জেহার উদ্দিনের ছেলে মোঃ আশিকুর রহমান এর নিজ নামিয় জমিতে গৃহ নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুছ সরকার,রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানাগেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় যার জমি আছে কিন্তু ঘর নাই তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের চিলমারী উপজেলার ৬টি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় দফায় ৭২টি পরিবারের জন্য গৃহ নির্মাণ বরাদ্দ আসে। ১৬ফিট দৈর্ঘ ও ১৫ফিট(বারান্দাসহ) প্রস্তের প্রতিটি ঘরের জন্য নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১ লক্ষ টাকা।এর আগে প্রথম দফায় ১০৮টি পরিবারকে একই প্রকল্পের অধিনে এই সুবিধা দেয়া হয়েছে।

গোলাম মাহবুব
চিলমারী,কুড়িগ্রাম

About admin

Check Also

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

১ ডিসেম্বর সুন্দরবনে বিজয় শোভাযাত্রা করবে বিএমএসএফ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও গৌরবময় বিজয় মাসের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও …

চিলমারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *