
এম এ কে লিমনঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ষাটোর্ধ এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফরকের হাট বাজারের পার্শ্ববতর্ী এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ফরকেরহাট বাজারের পাশে একটি আমগাছের ডালে ওই বৃদ্ধের গায়ের পাঞ্জাবী দিয়ে গলায় ফঁাস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা। পরে বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসীরা ছুটে এসে লাশ শনাক্ত করে। ঝুলন্ত বৃদ্ধ ওই ইউনিয়নের রাজমাল্লীরহাট এলাকার লতাবর গ্রামের নুর ইসলাম (৬২) বলে জানা যায়। পরে তার পরিবারের লোকজন এসে ফঁাস থেকে লাশ নামিয়ে রাখে।
খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করেন। ষাটোর্ধ বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেন। এব্যপারে রাজারহাট থানায়
একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে কি কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানা যায়নি। নুরইসলামের লাশ এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমায়। রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, আত্মহত্যা নিশ্চিত জেনে এলাকাবাসীর অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।