
এম এ কে লিমনঃ
কুড়িগ্রামের কৃতি সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের সমাধি সংস্কারে দায়িত্ব নিলেন জেলা প্রশাসন।
গত কয়েকদিন আগে সৈয়দ সামছুল হক সমাধির উপরে টিনের চালা ঝরে পরে যায়, বিষয়টি জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের নজরে আসলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ.এন.ও নিলুফা ইয়াছমিনকে নির্দেশ দেন সমাধিস্হল পরিদর্শন করে ব্যবস্হা গ্রহনের জন্য ৷আজ শুক্রবার বিকাল ৬ ঃ৩০ মিনিটে তিনি সমাধিস্হল পরিদর্শন করেন ৷
এ সময় উপস্হিত ছিলেন,সংবাদ কর্মি সফি খান,এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর,প্রথম আলো বন্ধুসভার সহ সভাপতি জাহানুর রহমান খোকন,সমন্বয় পরিবারের হাফিজ, রুকুনুজ্জামান রুকু প্রমূখ ৷
এ সময় তিনি উপস্তিত সাংবাদিকদের বলেন, কুডিগ্রামের সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের সমাধি সংস্কারের কাজ জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশে আগামিকাল থেকে শুরু হবে ৷