বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুর উপজেলায় ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওহাব আলীকে দীর্ঘ বারো বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রায় হওয়ার পর থেকে আত্মগোপনে থাকা আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে গ্রেফতার করে মিঠাপুকুর থানা পুলিশ।
শনিবার (৬ জুলাই) বিকেলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০১ সালে মিঠাপুকুরের এক ধর্ষণ মামলার প্রধান আসামী ছিলো ওহাব আলী। সে উপজেলার কাফ্রিখাল এলাকার বাসিন্দা। দীর্ঘ সাত বছর মামলার কার্যক্রম চলার পর ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীন ও পাঁচ হাজার জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকে আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশের একটি টিম বগুড়া থেকে তাকে গ্রেফতার করে।