স্টাফরিপোর্টার নীলফামারী ৬ জুলাই॥ বিদ্যুতের তারে জরিয়ে সুমন (২২) নামের এক কেবল (ডিস) লাইন মিস্ত্রির মৃত্যু হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া নবীনগর এলাকায় গতকাল শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় সুমনের নিজবাড়িতে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় মহল্লার নওশাদ আলীর ছেলে সুমন নিজবাড়ির ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। এ সময় তার হাতে বিদ্যুৎস্পর্শ হলে সে ঘরে মেঝেতে লুটিয়ে পড়ে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলার ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা।
