শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা নারী আটক***

রংপুরে পাসপোর্ট করতে এসে তিন রোহিঙ্গা নারী আটক***

রংপুর প্রতিনিধি:  

রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে পাসপোর্ট করতে আসা তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন তাসমিনারা বেগম, সুমাইয়া আক্তার ও শারমিন আক্তার। ঘটনার বেগতিক দেখে দালালরা সেখান থেকে সটকে পড়েন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

রংপুর পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক নুরুল হুদা বলেন, ওই তিন নারী বিকেলে পাসপোর্ট করতে এলে তাদের এনআইডি কার্ড ও কথা বার্তার অসংলগ্নতা দেখে সন্দেহ হলে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা ভূয়া জন্মসনদসহ সব কাগজপত্রে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপির ঠিকানা ব্যবহার করেছে। তবে ওই তিন নারী কার মাধ্যমে রংপুরে এসেছে সে ব্যাপারে কিছুই জানাননি।

তাসমিনারা বেগম বলেন, রংপুরের এক দালাল টেকনাফ থেকে রোববার সকালে রংপুরে এনে তাদেরকে স্থানীয় এক হোটেলে রাখেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে পাসপোর্ট করে দেয়ার চুক্তি হয়। সে ২০ হাজার টাকা অগ্রিম নিয়েছে। সব কাগজপত্র সেই করে দিয়েছে।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *