![](http://www.channel69.tv/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন একজন এবং প্রতিমন্ত্রী পদে যুক্ত হচ্ছে নতুন মুখ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হবে। এ বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে যে দু’জন শপথ নেবেন, তারা হলেন ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। ইমরান আহমদ চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা শপথ নেবেন প্রতিমন্ত্রী হিসেবে।