
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৬০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত আব্দুল কাদের উপজেলার গাবেরতল এলাকার মৃত হোসেন আলীর পুত্র বলে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাবেরতল এলাকার বিপ্লব মিয়ার বাড়িতে রান্না ঘরের কাজ করতে যান আব্দুল কাদের। রান্না ঘরের টিনের বেড়াতে বিদ্যুৎ সংযোগ হলে নিজের অজান্তে টিনের বেড়াতে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা হাসাপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।