চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর প্রবল বর্ষনে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়ছে নিম্নাঞ্চল সমুহ। নয়ারহাট ও অষ্টমীরচর ইউনিয়নে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায়,উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা, রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল,চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ার খাতা ও শাখাহাতিসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রমনা ইউনিয়নের বাসন্তিগ্রাম,মাঝিপাড়া,রমনা ঘাট,টোনগ্রাম ও পাত্রখাতা এলাকা মিলে প্রায় ১০০টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকায় প্রায় ২০টি বাড়ী ও ২শ বিঘা এলাকায় বিপুল পরিমান আবাদী জমি নদীতে বিলিন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ২শ বিঘা আশ্রয়ন কেন্দ্র,দঃ খাউরি স্কুল ও নয়ারহাট ইউনিয়ন পরিষদ ভবন। অপরদিকে অষ্টমীরচর ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির জানান,তার ইউনিয়নে বৃহস্পতিবার মুদাফৎ কালিকাপুর ও চরমুদাফৎকালিকাপুর এলাকায় প্রায় ৪০টি বাড়ীসহ গত তিন দিনে প্রায় শতাধিক বাড়ী নদী গর্ভে বিলিন হয়ে গেছে, এছাড়াও ছালিপাড়া, যুগ্নিদহ, খামার বাশপাতার ও মাইজবাড়ী এলাকাসমুহ প্লাবিত হয়ে পড়েছে। শুক্রবার নয়ারহাট ইউনিয়নের ফেইচকায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা ও জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু। এসময় নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের দেয়া ১হাজার ও স্থানীয়ভাবে সংগৃহীত ১হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
Check Also
চিলমারীতে ৩০ পিস ইয়াবাসহ ১ যুবক গ্রেফতার
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে ঢুষমারা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার …
চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে পূবালী ব্যাংকের ২২৭তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ …
চিলমারীতে কেয়ার বাংলাদেশের সুফল-২ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত্ব স্কেলিং আপ ফোরকাষ্ট বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন …