শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

Headline :
ভারতের লিখে দেওয়া ৭২ এর সংবিধান বাংলাদেশে চলবে না  —-নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন  রাজৈরে বিএমএসএফের নতুন কমিটি:সভাপতি ফেরদৌস; সম্পাদক সোহেল কুড়িগ্রামের  মনোয়ারা বেগমের সংগ্রামী জীবন  তারেক রহমানের পাঠানো  ঈদ উপহার মানিকগঞ্জ -১ আসনের অসহায় দরিদ্র তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন এস এ জিন্নাহ কবীর ১০দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে আমদানি-রফতানি  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  পথচারীদের মাঝে ইফতার বিতরণ  কুড়িগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইফতার মাহফিল উলিপুরে হতদরিদ্রদের চাল ক্ষমতাসীনদের পেটে কুড়িগ্রামে স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

এজলাস কক্ষে হত্যার ঘটনায় গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই এক আসামির ছুরিকাঘাতে আরেক আসামি হত্যার ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারও কোনো গাফিলতি ছিল কিনা তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার বিজিবি সদর দফতরে আয়োজিত এক পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।বিজিবি সদস্যদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এজলাস কক্ষে বিচারকের সামনে এ ধরনের হত্যাকাণ্ড কাঙ্ক্ষিত নয়। কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকে, তা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেন। আদালতের চাহিদামতোই পুলিশ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।’এমন ঘটনার পর আদালতকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানারকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।এর আগে পিলখানার বিজিবি সদর দফতরের বীরউত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা ২০১৮ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *