বুধবার , ফেব্রুয়ারি ১২ ২০২৫
Home / জাতীয় / অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে: অর্থমন্ত্রী *

অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে: অর্থমন্ত্রী *

ইফতেখার হোসাইন,কুমিল্লা প্রতিনিধিঃ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেট হচ্ছে দেশের শ্রেষ্ঠ বাজেট। আমার স্বপ্ন ছিল এমনই একটি বাজেট ঘোষণা করা।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে।শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এক সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন, বর্তমান বাজেটে এমন বিষয়বস্তু সংযোজন করা হয়েছে, যা শুধু এক বছরের জন্যই নয়, ২০৪১ সাল পর্যন্ত ব্যবহার করা যাবে।তিনি বলেন, ‘বিশ্বব্যাংক কখনও সাড়ে ছয় ভাগের ওপরে আমাদের প্রবৃদ্ধি হবে বলত না। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের সাত ভাগের ওপরে প্রবৃদ্ধি হবে।’অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটের মাধ্যমে দেশের জনগণের কথা বলার চেষ্টা করেছি। সব ধরনের মানুষের চাওয়া-পাওয়ার বিষয়গুলো বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।’সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, আলহাজ ইলিয়াস মিয়া, আবদুল হাই বাবলু, কামাল উদ্দিন, মাসুম হামিদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

About admin

Check Also

নাঈমুল ইসলাম ও তার পরিবারের ১৬৩ ব্যাংক হিসাবে ৩৮৬ কোটি টাকা!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের ১৬৩টি ব্যাংক …

খালেদা জিয়া-সেনাপ্রধান বৈঠক, আনন্দবাজারের বিস্ফোরক প্রতিবেদন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে সাক্ষাৎ …

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *