সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ, খাদ্যমন্ত্রী –

বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ, খাদ্যমন্ত্রী –

মমতাজ সাথী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

বন্যাদুর্গত এলাকার কোন মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে  হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে জেলা ও উপজেলা কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় ত্রাণ সহায়তার কোন অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রী গুলো সুষ্ঠুভাবে বিতরনের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনেও সরকারী ভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

কাউনিয়ায় মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর): আলু এখন শুধু সবজি নয় এটি কৃষকের কাছে সাদা আর …

চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ১

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে ১জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে চিলমারী মডেল …

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *