
মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আউটার স্টেডিয়ামে রবিবার(২১ জুলাই) বিকেলে ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী ফলদ ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
এসময় জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ,রংপুর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান,কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড: মোস্তাফিজুর রহমান প্রধান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
অনুষ্ঠানে ৫০জন কৃষককে ফলের চারা এবং বন বিভাগ সামাজিক বনায়নের ২৬জন উপকারভোগীকে ৪ লাখ ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।