
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। রোববার সচিবালয়ে তাদের বৈঠক হয়।
বৈঠকের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করা প্রিয়া সাহার বিষয়ে কথা হয়েছে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে। তাকে প্রধানমন্ত্রী ও সরকারের বক্তব্য জানানো হয়েছে। তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিয়া সাহা কোন পরিপ্রেক্ষিতে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন, তা তিনি দেশে ফিরে পরিস্কার করার সুযোগ পাবেন। তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে।