সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / বন্যা হতে পারে দীর্ঘস্থায়ী –

বন্যা হতে পারে দীর্ঘস্থায়ী –

নাদিরা খানম তুলি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বন্যার পানিতে জামালপুরে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান সব তলিয়ে গেছে। নৌকা নিয়ে চলাচল করছে মানুষ। গতকাল সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে। ছবি: প্রথম আলোদেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। ইতিমধ্যে রাজধানীর চারপাশের জেলাগুলোতে বন্যার পানি চলে এসেছে। তবে দু–এক দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়ে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

বন্যা ও পানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও মধ্যাঞ্চলে পানি সহজে নামবে না। কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদের পানি যমুনা হয়ে এখন দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসেছে। গতকাল রোববার থেকে পদ্মাপারের জেলা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর ও রাজবাড়ীতে বন্যার পানি বাড়তে শুরু করেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। ওই নদের তীরবর্তী জেলা শেরপুরে ইতিমধ্যে বন্যা শুরু হয়ে গেছে। পানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ময়মনসিংহ জেলায় বন্যার পানি চলে আসতে পারে। এই পরিস্থিতিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে। বন্যায় আক্রান্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও ওষুধের মজুত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

About admin

Check Also

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)থেকে: কাউনিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বার্ষিক সাধারন সভা ২০২৫ রেজিষ্ট্রি …

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে কাউনিয়ায় কফিন মিছিল

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,   গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *