শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / একটি মানুষও গৃহহীন থাকবে না -জাহাঙ্গীর কবির নানক **

একটি মানুষও গৃহহীন থাকবে না -জাহাঙ্গীর কবির নানক **

গোলাম মাহবুব,চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আওয়ামীলীগ এমন একটি দল, যে দলটি মানুষের প্রতি কর্তব্য পরায়ন।মানুষের প্রতি কর্তব্য পরায়নতা দিয়ে আ’লীগ কাজ করে। যে দুঃসহ অবস্’ার মধ্যে আপনারা পড়েছেন তখনও আমরা কিন্তু আপনাদের পাশ্বে এসে দাড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগে সবাইকে বলে গিয়েছেন যে,একটা বন্যা আসতেছে সবার সবকিছু দিয়ে ওই বন্যা পরিস্’িতির মোকাবেলা করতে হবে। সোমবার কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এ কথাগুলো বলেন বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বন্যায় ক্ষতিগ্রস্’দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সাহস হারাবেন না। ইনশাল্লাহ এই পানি টানার পরেও যে পরিস্’িতি আসবে সেই পরিস্’িতিও মোকাবেলার জন্য মাটির কেল্লা তৈরী হবে,বন্যা সহনীয় ঘর তৈরী করে দেয়া হবে,একটি মানুষও গৃহহীন থাকবেন না আপনারা।
সকালে উপজেলার এলএসডি গোডাউন চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিশেষ অতিথি হিসাবে সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্’িত থেকে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, বাংলাদেশ আ’লীগ স্বাস্’্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সামসুজ্জোহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক মিলন প্রমুখ। আলোচনা শেষে ১ হাজার বন্যার্তের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন জাহাঙ্গীর কবির নানক।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *