সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / নামছেনা বন্যার পানি, কুড়িগ্রাম-গাইবান্ধায় মানবিক বিপর্যয় **

নামছেনা বন্যার পানি, কুড়িগ্রাম-গাইবান্ধায় মানবিক বিপর্যয় **

আলমগীর হোসাইনঃ

দশ দিন পার হয়ে গেছে। নদ-নদী থেকেও পানি কমতে শুরু করেছে। কিন্তু উত্তরের দুই জেলা কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে পানি সরছেই না। দুই জেলার বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে আছে। তালিয়ে আছে কাঁচা-পাকা সড়ক, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান। প্রলম্বিত বন্যার কবলে পড়ে লাখ-লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়িঘর ছেড়ে বাঁধ-সড়ক ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারগুলো বাড়ি ফিরতে পারছে না। খাবার নেই। জ্বালানির অভাবে চুলাও জ্বলছে না। বিশুদ্ধ পানির সংকট। পয়ঃনিষ্কাশন সমস্যায় মানবিক বিপর্যয়ের কবলে পড়েছেন বানভাসিরা। ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি।

কুড়িগ্রাম জেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, প্রায় ২ হাজার ২৫০ বর্গকিলোমিটার আয়তনের কুড়িগ্রামের অর্ধেকই পানির নিচে। ৮৯৪ গ্রাম বানের পানিতে ভাসছে। এসব গ্রামে বন্যাকবলিত হয়েছে প্রায় ৮ লাখ মানুষ। অধিকাংশ মানুষ বাড়িঘর ছেড়ে বাঁধ-সড়ক-স্কুল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের কেউ এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি।

সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার থেকে ভাঙার মাথা  পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বাঁধের দু’পাশে শত-শত পরিবার কোনো রকমে পলিথিন কিংবা টিনের চালা তুলে তাতে গরু-ছাগল-হাঁস-মুরগিসহ বসবাস করছে। বাঁধে হাঁটার জায়গাটুকু পর্যন্ত নেই। নেই রান্নার জায়গা। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। পয়ঃনিষ্কাশন সমস্যার ফলে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকজন আক্রান্ত হচ্ছে নানা রোগব্যাধিতে। ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এসব এলাকায়। সড়কের পাশে ত্রিপল টানিয়ে নওয়াবস গ্রামের আব্দুল গনি স্ত্রী, চার ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে আশ্রয় নিয়েছেন। ঘরে চাল আছে। রান্নার ব্যবস্থা নেই। ফলে কোনো রকমে কলাগাছের ভেলার ওপরে একবার রান্না করে তাই দু’বেলা খাচ্ছেন। দু’মুটো খাবার জুটলেও টয়লেটের ব্যবস্থা নেই। অনেক দূরে প্রাকৃতিককর্ম করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

একই গ্রামের বাচ্চানী বেওয়া, শিবনাথ, সত্যবালা, রহিমা বেগম ও তাইজুলের ঘরে খাবার নেই। তারা স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলেও কোনো ত্রাণ পাননি বলে জানালেন। এখন কেমন করে চলবেন জানেন না তারা।

পাঁচগাছি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানালেন, এ পর্যন্ত সাড়ে ১২ টন চাল বরাদ্দ পেয়ে বিতরণ করেছেন। প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হয়নি। কেননা এই ইউনিয়নের ৩৫টি গ্রামের সব প্লাবিত হয়েছে। এমনকি তার বাড়িও পানিতে তলিয়ে আছে।

গাইবান্ধা জেলার প্রায় সাড়ে তিনশর বেশি গ্রামের পাঁচ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি হয়ে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় বলছে, বন্যায় এ পর্যন্ত জেলার সাতটি উপজেলার দুটি পৌরসভাসহ ৫১টি ইউনিয়নের ৩৯০টি গ্রামের ৫ লাখ ১৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, যাদের ৪৫ হাজার ৪৯৫টি বসতবাড়ি পানির নিচে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭৫ কিলোমিটার কাঁচা সড়ক, ২৩৫ কিলোমিটার পাকা সড়ক, ৬৩ কিলোমিটার বাঁধ ও ২১টি কালভার্ট। ডুবে গেছে ১১ হাজার ৯২৮ হেক্টর বিভিন্ন ফসলি জমি।

গতকাল ফুলছড়ির কৈতকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, বানভাসি মানুষ ভেঙে যাওয়া ওই বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা তাদের খোঁজখবর নেননি বলে অভিযোগ করেন তারা। সুপেয় পানির ব্যাপক সংকটে পড়েছেন বাঁধে আশ্রিত বানভাসিরা। স্যানিটেশন ও জ্বালানি সংকট রয়ে গেছে। পানিবন্দি মানুষের মাঝে দেখা দিয়েছে নানা রোগব্যাধি। ফুলছড়ির কঞ্চিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি বেসরকারি সংগঠন রিকশাভ্যানে করে পানির ট্যাংক থেকে বাঁধে আশ্রিত বানভাসিদের পানি সরবরাহ করছেন। এদিকে ঘরবাড়ি ছেড়ে যাওয়া পরিবারগুলো নৌ-ডাকাতির শঙ্কায় রয়েছে। অনেক এলাকায় চরবাসী রাত জেগে বাড়ি পাহারা দিচ্ছেন।

জেলার বন্যাদুর্গত এলাকার মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা ও সংগঠন এগিয়ে এসেছে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির উদ্যোগে গত ২০ জুলাই থেকে গাইবান্ধা শহরে বন্যাকবলিতদের জন্য রুটি বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এসকেএস ফাউন্ডেশন ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় প্রতিদিন ৪টি নৌকায় ট্যাংকের মাধ্যমে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করছে। এ ছাড়া সংস্থাটি নিজস্ব অর্থায়নে ১৭টি এবং ডিপিএইচপির সহায়তায় ২৬টি নলকূপ স্থাপন করেছে। পাশাপাশি দুই উপজেলার বন্যাদুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পায়খানা স্থাপন করেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় জেলার বিভিন্ন এলাকায় ১২ হাজার ৮০৩ হেক্টর জমির ফসল নিমজ্জিত রয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিন সাংবাদিকদের সঙ্গে বন্যা-পরবর্তী কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি জানান, বন্যাকবলিত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা হিসেবে ৯৫০ টন চাল, ১৫ লাখ টাকা এবং ৫ হাজার ৬০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণে সহায়তা দেওয়া হবে।

কিছু এলাকায় বন্যার উন্নতি : বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, জামালপুরসহ কিছু এলাকার বন্যাপরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। উত্তরের নদ-নদীর পানি বিভক্ত হয়ে ঢাকার দিকে এগিয়ে আসতে থাকায় মধ্যাঞ্চলে পানি বাড়বে। আজ মঙ্গলবার থেকে সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিদপ্তরের। ফলে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পূর্বাভাসে বলা হয়েছে, ৯৩টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪টি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ৫৬টি পয়েন্টে পানি হ্রাস পাচ্ছে। ২০টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। অপরিবর্তিত আছে তিনটিতে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, তিস্তার ডালিয়া পয়েন্টে ও ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।

About admin

Check Also

কাউনিয়ায় মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর): আলু এখন শুধু সবজি নয় এটি কৃষকের কাছে সাদা আর …

চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ১

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে ১জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে চিলমারী মডেল …

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *