সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / বানভাসিদের প্রধান সমস্যা বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের **

বানভাসিদের প্রধান সমস্যা বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের **

আর শান্ত খানঃ  শনিবার রাতে পানির তোড়ে ভেঙে গেছে রমনা রেলস্টেশন থেকে সামান্য দূরে বিজয়নগর গ্রামসংলগ্ন রেললাইন। ভেঙে গেছে রমনা ইউনিয়নের ভরট গ্রাম ওয়াপদা বাঁধ। বিজয়নগর, ছোট কুষ্টারী গ্রামসহ বিভিন্ন এলাকার বানভাসি মানুষ পরিবার-পরিজন নিয়ে রেললাইনে আশ্রয় নিয়েছেন। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন শিশু ও বৃদ্ধরা। ভাঙনকবলিত এলাকা থেকে বালাবাড়ী হাট রেলস্টেশনের ব্রিজ পর্যন্ত রেললাইনে প্রায় তিন হাজার পরিবার ঠাসাঠাসি-গাদাগাদি করে দিন কাটাচ্ছে। আধা মাইল পর পর তিন-চারটি নলকূপ বসিয়েছে। এতে বিশুদ্ধ পানি মিললেও মানুষকে অনেক কষ্ট করে আধা মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে।

এদিকে হেলিপ্যাড নামক উঁচু স্থানে গরু-ছাগল, হাঁস-মুরগির সঙ্গে কমপক্ষে ৫০০ পরিবার আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নেওয়া নয়াবাড়ী এলাকার দেলোয়ার হোসেন (৬০) কাঁদতে কাঁদতে বলেন, ‘বাড়িতে একতল পানি। ক্ষুধায় পেট জ্বলছে। তবু লজ্জায় কারও কাছে কিছু চাইতে পারছি না।’ বহরের ভিটার ফয়েজ উদ্দিন (৭০) বলেন, চেয়ারম্যান-মেম্বার কেউ এখনও তাদের সাহায্য করেননি।

About admin

Check Also

কাউনিয়ায় মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর): আলু এখন শুধু সবজি নয় এটি কৃষকের কাছে সাদা আর …

চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ১

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে ১জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে চিলমারী মডেল …

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *