নাদিরা খানম তুলি,স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মদনে আজ মঙ্গলবার আকলিমা আক্তার টুনি (৭)নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামের রুপন মিয়ার মেয়ে।পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, আকলিমা আক্তার টুনি সোমবার প্রতিবেশী বেরাজ আলীর ডোবায় বরশি দিয়ে মাছ ধরতে গেলে পানিতে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুজির পর সোমবার কোথাও পাওয়া যায়নি। পরে মঙ্গলবার ওই ডোবায় তার মৃত দেহ ভেসে উঠলে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি মোঃ রমিজুল হক জানান,পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় মঙ্গলবার মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।