মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
নাদিরা খানম তুলি,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার রাতে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ঢাবির অধিভুক্ত ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
এদিকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে পাশের হার ৮৪.৪৭%। ৬১৮ জন শিক্ষার্থীদের মধ্যে ৫২২ জন উত্তীর্ণ হয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয় জানায়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে রেজাল্ট সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে। এভাবে ধীরে ধীরে সকল বিভাগের রেজাল্ট প্রকাশ করা হবে।