
শাহনাজ পারভীন মিনা,ফরিদপুর প্রতিনিধিঃ
শিক্ষার্থী ও নারীদের মাঝে বিভিন্ন প্রকার ফলের চারা বিতরণ করেছেন রোটারী ক্লাব অব ফরিদপুর। গতকাল মঙ্গলবার দুপুরে ডিসট্রিক্ট প্লানটেশন ফোরটনাইট প্রোগ্রাম এর আয়োজনে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের রোটারী আরসিসি ভিলিজ এ অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও রোটারী আরসিসি ভিলিজ এর নারীদের মাঝে এ গাছের চারা বিতরণ করেন রোটারী ক্লাব অব ফরিদপুর এর প্রেসিডিন্ট রোটারিয়ান নাজমা আক্তার।এসময় উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সম্পা দাস, আইপিপি রোটারিয়ান ডা. এম এ জলিল, আইপিপি রোটারিয়ান কাজী মাহমুদুল হাসান মন্টু, রোটারিয়ান এ্যাড. তুষার কুমার দত্ত, রোটারিয়ান দিলিপ, রোটারিয়ান সৈয়দ তনু। প্রেসিডিন্ট রোটারিয়ান নাজমা আক্তার বলেন, রোটারী ক্লাবের নিয়মিত কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষার্থী ও নারীদের মাঝে আম্প্রাপলি, কাঠাল, কদবেল, আমড়া, কামরাঙ্গা, নিম, আমলকি, সবেদা, লিচু, পেয়ারাসহ বিভিন্ন প্রকার ফলের ও ঔষুধীসহ ৩শটি গাছের চারা বিতরণ করা হয়।