
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চর রাজীবপুর গ্রামের শিবেরডাঙ্গী এলাকায় বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বন্যার পানিতে পড়ে আল-আমিন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটি ওই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।
জানা যায়, পরিবারের সবার অজান্তে বন্যার পানিতে পরে যায় সে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোঃ দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।