বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
মমতাজ সাথী,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বিদ্যালয়ের শিার্থীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল ফুটবল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, খাদ্যমন্ত্রীর ছোট মেয়ে তৃণা মজুমদার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা , শিক-শিকিা, শিার্থী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।