
আলমগীর হোসাইন, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারীর বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স এ্যাসোসিয়েশন’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রমনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ৩’শ ৫০ জন বন্যাদুর্গত মানুষের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করে।
এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায়ের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা, চিলমারী উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজার রহমান, কুড়িগ্রাম সদর নির্বাচন অফিসার মো. রাজিব আহসান প্রমূখ।
অপরদিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে ৩’শ ২০জন বন্যার্ত মানুষের মাঝে ঢাকা কলেজ এলামনাই এ্যাসোসিয়েশন’র ১৯৯৬ এইচএসসি ব্যাচের পক্ষে ত্রাণ বিতরণ করেন, কুড়িগ্রাম পুলিশ সুপার ও এ্যাসেসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, এ্যাসোসিয়েশনের সদস্য শাহ মুক্তাফি পয়েল, রিয়াদ আল ফয়সাল, আবু জাহিদ সরকার সুমন, শোহেব আহম্মেদ পলাশ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু প্রমূখ।