ইব্রাহীম খলিল তুহিন,রংপুর প্রতিনিধিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রেকর্ড সংখ্যক ২৩ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃতপ্রাপ্ত বিপ্লব কুমার সরকার রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ কালে এই প্রথম রংপুরের সকলস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার কারয্যালয় সন্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি বলেছেন, ‘আইন সবার জন্য সমান। তাই আইনের সেবা প্রত্যাশী সবার জন্যই থানা উন্মুক্ত হবে। দিন যতই যাচ্ছে জনগণ ও পুলিশের সম্পর্কে উন্নতি হচ্ছে। সাধারণ জনগণ থানার ওসি চিনেন, এসপিকে নয়। তাই থানার ওসিদের জনবান্ধব হতে হবে।’
নবাগত পুলিশ সুপার বলেন, ‘অপরাধীর আলাদা কোনো পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় অপরাধী। সমাজ ও দেশের শত্রু তারা। তাই অপরাধীদের কোন দল-মত থাকতে নেই।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার এ- সার্কেল মোঃ সাইফুর রহমান সাইফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল মোঃ আরমান হোসেন, পিপিএম রংপুর প্রেসক্লাব রংপুর রিপোর্টাস ক্লাব বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর সিটি প্রেস ক্লাব ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সহ স্থানীয় প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।