কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী নীলকণ্ঠ গ্রামে গাঁজার গাছসহ বাড়ীর মালিক গোবিন্দ চন্দ্র বর্ম্মন(৫৫) ও তার ভাই অনন্ত বর্ম্মণ(৪৫) নামে দু’জনকে আটক করে পুলিশ।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২৭ জুলাই) সকালে উপজেলার ছিনাই ইউনিয়নের সিংহীমারী নীলকণ্ঠ গ্রামের গোবিন্দ চন্দ্র বর্ম্মনের বাড়ী থেকে ১০ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ বাড়ীর মালিক গোবিন্দ চন্দ্র বর্ম্মন ও তার ভাই অনন্ত বর্ম্মণকে আটক করে পুলিশ।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।