শনিবার , ডিসেম্বর ২ ২০২৩
Home / খেলা-ধুলা / এবার আয়ারল্যান্ডকে লজ্জা দিল ইংল্যান্ড ***

এবার আয়ারল্যান্ডকে লজ্জা দিল ইংল্যান্ড ***

ক্রীড়া প্রতিবেদক এস আর শান্ত খানঃ 

বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড প্রথমবার মাঠে নামে আয়ারল্যান্ডের বিপক্ষে। একমাত্র টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডোবে। জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ২০৭ রান। এরপর অবশ্য দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রান করে। তাতে আয়ারল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮৭ রান। সেই রান তাড়া করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র ৩৮ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বনিম্ন স্কোর।আইরিশরা ৩৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবলে একমাত্র টেস্টে তৃতীয় দিনেই ১৪৩ রানের বড় জয় পায় ইংল্যান্ড। এর মধ্য দিয়ে তারা ৮৫ রানে অলআউট হওয়ার লজ্জা দারুণভাবে ফিরিয়ে দেয় আয়ারল্যান্ডকে। আয়ারল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের কোটায় রান করেন জেমস ম্যাককলাম। তিনি ১৭ বল খেলে ১ চারে ১১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন মার্ক আডায়ার। ১ চারে ৫ রান আসে অ্যান্ডি বালবিরনির ব্যাট থেকে। বল হাতে আয়ারল্যান্ডের ১০টি উইকেট ভাগাভাগি করে নেন স্টুয়ার্ড ব্রড ও ক্রিস ওকস। ৭.৪ ওভার বল করে ২ মেডেনসহ ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন ওকস। আর ৮ ওভার বল করে ৩ মেডেনসহ ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন ব্রড।

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *