
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র উপজেলা ক্ষেতমজুর সমিতির আয়োজনে মসজিদুল হুদা মোড়ে রবিবার (২৮ জুলাই) দুপুরে বন্যা দূর্গত মানুষদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সিং বাপ্পা,শ্রমিক নেতা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।
বক্তারা বন্যা দূর্গত মানুষদের স্থায়ী পূর্নবাসন, বন্যার্ত এলাকায় পর্যাপ্ত ত্রান সহযোগিতা করা, বন্যা আক্রান্ত জেলা-উপজেলাসহসমূহকে বন্যা দূর্গত অঞ্চল ঘোষনা করা, ত্রানের অনিয়ম,লুটপাট ও দুর্নীতি বন্ধ করা, বন্যা আক্রান্ত মানুষদের বিশেষ চিকিৎসা সেবার আওতায় আনা, বন্যায় আক্রান্ত অঞ্চলসমূহে ৬ মাসের জন্য এনজিও লোনের কিস্তি উত্তোলন বন্ধ ঘোষনা করার দাবী জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।