শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
জাহিদ আল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি সীমান্ত এলাকায় রোববার (২৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জানা যায়,ওই সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৩ এর সাব পিলার ৬ এর পাশ দিয়ে চোরাকারবারী গাঁজা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। এসময় বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা। এব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবির অধীনস্থ শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।