বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫
Home / বিনোদন / যেখানে ডিম ভাঙতে হয় হাতুড়ি দিয়ে ***

যেখানে ডিম ভাঙতে হয় হাতুড়ি দিয়ে ***

এস আর শান্ত খানঃ

ডিম ভাঙতে হয় হাতুড়ি দিয়ে? কেন? কোথায় পাওয়া যায় এই ডিম? এই ডিম পাওয়া যায় সিয়াচে হিমবাহে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট ওপরে সিয়াচেন হিমবাহ। যেখানে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায় ডিম জমে ইঁটের থেকেও শক্ত হয়ে যায়।এনডিটিভির একটি ভিডিও’তে দেখা যায়, একদল ভারতীয় সেনা হাতুড়ি দিয়ে ডিম ভাঙার চেষ্টা করছেন! হিমেল হাওয়ার মধ্যে দাঁড়িয়ে তিন জন মানুষ হাতুড়ি দিয়ে ডিম ভাঙতে ব্যস্ত।শুধু ডিম কেন, হিমাঙ্কের নীচে তাপমাত্রা হওয়ায় জুসের বাক্স, সবজি সবই কঠিন বরফ। স্বাভাবিক তাপমাত্রায় যা কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। এদিকে পেটে না খেলে যে বন্দুক ধরা দূরের কথা, বেঁচে থাকাই অসম্ভব। আর এভাবেই ছুরির ফলার মতো তীক্ষ্ণ ঠাণ্ডা হাওয়া, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়ে চলেছেন ভারতীয় সেনারা।জুসের বাক্স, সবজির পর সেনাদের তৃতীয় প্রচেষ্টা ডিম ভাঙা। হাতুড়ি হাতে ব্যর্থ হয়ে অবশেষে এক সেনা তো পাথরের ওপরে আছাড়ই মারলেন ডিমটিকে। তবু ডিম যেমন ছিল রইল তেমনটাই!

সহকর্মীর এই চেষ্টা দেখে মজা করে আরেক সেনার মন্তব্য, ”এই ধরনের ডিম একমাত্র সিয়াচেন হিমবাহেই পাওয়া যায়!”

About admin

Check Also

বাংলা চলচ্চিত্রের প্রথমবার শেখ ফরিদ পলক; ফাস্ট লুকেই বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: প্রকাশ পেয়েছে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলকের …

তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার …

প্রিন্ট হোম বিডি’র ব্রান্ড এম্বাসেডর হলেন শেখ ফরিদ পলক

আখিঁ আক্তারঃ গত কাল ২৪ মার্চ, ২০২৩ইং (শুক্রবার) রাজধানী মহাখালীতে প্রিন্ট হোম বিডি’র কার্যালয়ের সেমিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *