বেলাব প্রতিনিধিঃ
বেলাবতে স্ত্রীর জরায়ু টেনে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। খুকি বেগম নামে ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে গৃহবধূর বাবা গোলাপ মিয়া ও ভাই আলমগীর হোসেন তাকে দেখতে হাসপাতালে এসে প্রতিবাদ করলে তাদেরও পিটুনি দেয় স্বামী জাহিদ হাসান রশিদ। পরে বেলাব থানা পুলিশ রশিদকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ গ্রামে।
নির্যাতিত গৃহবধূ ও তার মা রাবিয়া বেগম জানান, প্রায় আড়াই বছর আগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দশপাখি গ্রামের খুকি বেগমকে বিয়ে করের বেলাব উপজেলার বিন্নাবাইদ গ্রামের ফজলুল হকের ছেলে রশিদ। বিয়ের ১০-১৫ দিন পরেই রশিদ চলে যায় মালয়েশিয়া। এরপর খুকি বেগমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। অন্যদিকে স্বামীর বাড়ির লোকজন খুকি বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে। ফলে বাধ্য হয়ে খুকি বেগম তার বাবার বাড়ি চলে যান। কিছুদিন আগে রশিদ দেশে এসে এলাকার কিছু লোককে নিয়ে খুকি বেগমকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন।
এরপরই খুকি বেগমের ওপর শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয় বলে জানান রাবিয়া বেগম। তার অভিযোগ, সর্বশেষ নির্যাতনে খুকি বেগমের জরায়ু টেনে ক্ষতবিক্ষত করে রশিদ।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের চিকিৎসক পান্না বলেন, মেয়েটির জরায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক সেলাই লেগেছে। সুস্থ হতে তার সময় লাগবে।
বেলাব থানার এসআই বিল্লাল হোসেন বলেন, হাসপাতাল থেকে ফোন পেয়ে আমরা রশিদকে আটক করি। গৃহবধূর স্বজনকে ফোন করে থানায় আসতে বলা হয়েছে। তারা এলেই অভিযোগ নেওয়া হবে।
বেলাব থানার ওসি ফকরুদ্দীন ভূইয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। ভিকটিমের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেব।’