মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
ইমন দাস,সিনিয়র রিপোর্টারঃ
বিমানে সদ্য সাবেক এমডি ও সিইও আবুল মুনীম মুসাদ্দিক আহমেদের বিরুদ্ধে ক্যাডেট পাইলট নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগে তিন পরিচালকসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন।
মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হবে মূল অভিযুক্ত আবুল মুনীম মুসাদ্দিক আহমেদকে।দুদকের জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা হলেন, বিমানের পরিচালক (ফ্লাইট অপারেসন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) আশরাফুল আলম, পরিচালক (প্ল্যানিং) এয়ার কমোডোর মাহবুব জামান খান, চিফ ফাইন্যান্সিয়াল কর্মকর্তা বিনীত সুধ ও চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরী।
গত ২৮ জুলাই আরও তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তারা হলেন, পরিচালক (প্রশাসন) ড. পার্থ কুমার পণ্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়ারিং মেটারিয়াল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম ও পরিচালক (কাস্টমার সার্ভিস) মমিনুল ইসলাম।