বুধবার , ডিসেম্বর ৬ ২০২৩
Home / সারা দেশ / চোখের পলকেই ভেসে গেল ৪৬ পরিবারের সাজানো সংসার **

চোখের পলকেই ভেসে গেল ৪৬ পরিবারের সাজানো সংসার **

এম এ কে লিমন বিশেষ প্রতিনিধিঃ
হঠাৎই এসেছিল বানের পানি। আর সেই পানির প্রবল স্রোতে চোখের পলকে হারিয়ে যায় ১টি গ্রাম। তছনছ হয়ে যায় প্রায় ৪৬টি সংসার। নেমে আসে তাদের জীবনে দুর্ভোগ। শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে। চলছে মানবেতর জীবনযাপন। দেখার যেন কেউ নেই। দিনে দিনে তাদের দুর্ভোগ এখন চরমে উঠতে শুরু করেছে।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের খামার বাসপাতারি মজিবর দেওয়ানীর গ্রাম। গ্রামটিতে বসবাস প্রায় ৪৬ পরিবারের কয়েকশ মানুষের। পরিবারের প্রধানরা সকলেই প্রায় দিনমজুর। কাজকাম করেই চলে তাদের সংসার। তবুও তারা দেখে সুখের স্বপ্ন। আর সেই তাদের সুখ আর স্বপ্ন চুরমার করে দিল চলমান বন্যা। সঙ্গে কেড়ে নিল তাদের সাজানো সংসার। বন্যার পানির স্রোত তাদের সুখের সংসার কেড়ে নিলেও রেখে গেল দুঃখ ভরা জীবন আর চোখ ভরা জল। এলাকার হালিমা বেওয়া বলেন, স্বামীকে হারাবার প্রায় ১৫ বছর কষ্ট করেই চলে আমার জীবন স্বামীর রেখে যাওয়া ভিটামাটি আর ঘর টুকুই ছিল তার সম্বল, সেই সম্বলটুকুও কেড়ে নিল বানের পানি। অসুস্থ স্বামীকে নিয়ে ঐ গ্রামে বসবাস করতেন নজিরা বেগম বন্যার পানি বৃদ্ধির কারনে ঠাঁই নিয়েছিলেন উঁচু স্থানে কে জানতো বন্যার পানি স্রোত ভাসিয়ে নেবে তার সাজানো ঘর সংসার। একই সঙ্গে তাদের কষ্টের কথা জালেন এলাকার বাবলু, সোলাইমান, আজিমুদ্দিনসহ অনেকে তারা বলেন বন্যার পানি বৃদ্ধিও সঙ্গে সঙ্গে ঘটনার দিন বৃহস্পতিবার (১৮ই জুলাই) রাতে হাঠাৎই পানির প্রবল স্রোতে নিমিষেই ভেসে যায়। গ্রামটি তছনছ হয়ে যায়। বাড়িতে অবস্থানরত লোকজক সাঁতার কেটে খুব কষ্টে তাদের জীবন বাঁচায়। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আবু তালেব জানান, ঘটনার দিন ১৮ই জুলাই রাতে ঘটনাটি ঘরে রাতে সব ঠিকঠাক থাকলেও সকালে পুরো গ্রামটি যেন মরুভূমিতে পরিণত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কষ্টের কথা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখজনক ও কষ্টের আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে তালিকা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চিলমারীতে মহিলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দু’শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আয়োজনে চিলমারী উপজেলা পরিষদ চত্বরে বিতরণী অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম জেলির সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য আহমেদ নাজমীন সুলতানা। এছাড়াও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

About admin

Check Also

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

১ ডিসেম্বর সুন্দরবনে বিজয় শোভাযাত্রা করবে বিএমএসএফ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও গৌরবময় বিজয় মাসের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের ন্যায় এবছরও …

চিলমারীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও গৌরবের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *