মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ),বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে অব্যহৃত সাংবাদিক নির্যাতন,নিপীড়ন, মামলা-হামলা ও ফেনীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে ১০টি গায়েবী মামলায় র্চাজশীট প্রদান,দৈনিক স্বাধীনবাংলা সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার ও বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদের আজ শুক্রবার (২ আগস্ট) স্থানীয় সময় ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জসিম মাহমুদের সঞ্চালনায় ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দেশের সিনিয়র সাংবাদি মানিক লাল ঘোষ,বাংলাদেশ সুর্প্রীম কোর্টের সিনিয়র এডভোকেট ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আইন উপদেষ্ঠা এডভোকেট কাওসার হুসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, চ্যানেল ঊনসত্তর এর চেয়াম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক আলমগীর হুসাইন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমন দাস।
এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সবুজ র্বাতার সম্পাদক এস এম বাপ্পী সিকদার, সাংবাদিক জাফর সেলিম, বাংলাদেশে পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা বাবলু চৌধুরী, স্বাধীনবাংলা ডট নেট এর চীফ রির্পোটার আরিফুল ইসলাম ফরহাদ,এস এম আক্রাম, বাপ্পারাজ, মাসুদ শেখ, প্রমুখ।
বক্তারা সারাদেশে অব্যহৃত সাংবাদিক নির্যাতন,নিপীড়ন, মামলা-হামলাসহ ফেনীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে ১০টি গায়েবী মামলায় র্চাজশীট প্রদান,দৈনিক স্বাধীনবাংলা সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহার ও বিএমএসএফ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উদ্যোগে মানববন্ধ চ্যানেল ঊনসত্তর সরাসরি সম্প্রচার করে। সেই সাথে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রায় শতাধিক সংবাদ র্কমী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উক্ত মানববন্ধনে অংশ নেন।