সোমবার , ফেব্রুয়ারি ১৭ ২০২৫
Home / সারা দেশ / রংপুর মেডিক্যালে ডেঙ্গু রোগী বেড়ে ৬৫***

রংপুর মেডিক্যালে ডেঙ্গু রোগী বেড়ে ৬৫***

ইব্রাহিম খলিল তুহিন, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও আট জন রোগী ভর্তি হয়েছেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালে ৬৫ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে সাত জন নারী ও তিন জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিসিইউতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সাইদুজ্জামান বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু ছাড়াও অনেক গুরুতর রোগী চিকিৎসাধীন আছেন। অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের রাখার কারণে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিন্তু ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে সব ধরনের ঝুঁকি এড়াতে আমরা ডেঙ্গু রোগীদের আলাদা দুটি ওয়ার্ডে রাখার কথা ভাবছি।’

ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘বিনা পয়সায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষার নির্দেশনা এখনও আমরা পাইনি। তাছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণও এখনও পাওয়া যায়নি, তাই সব ধরনের পরীক্ষা করা যাচ্ছে না।’

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের ঘোষণার বিষয়ে মেডিসিন বিভাগের এই চিকিৎসক বলেন, ‘এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সাংবাদিকরা ডেঙ্গু রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।’

About admin

Check Also

কাউনিয়ায় মালিক সিডস্ এর ছয় জাতের আলুর মাঠ দিবস

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়া (রংপুর): আলু এখন শুধু সবজি নয় এটি কৃষকের কাছে সাদা আর …

চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতার ১

চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ডেভিল হান্ট অপারেশনে ১জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে চিলমারী মডেল …

কাউনিয়ায় সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

আব্দুল কুদ্দুছ বসুনিয়া কাউনিয়া (রংপুর)প্রতিনিধি   কাউনিয়ার বিজলের ঘুন্টি নামক স্থানে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শনিবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *