আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিমুলতলা মোড়ে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আমীর হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা যায়,শিমুলতলা মোড়ে ধানবোঝাই ভটভটি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আমীর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবীর বলেন,মরদেহ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত ভটভটি জব্দ করা হয়েছে।