রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫
Home / জাতীয় / গত ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে ১১ হাজার

গত ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত সাড়ে ১১ হাজার

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৩শ’ ছাড়িয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে ১১ হাজার ৪৫১ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারও সাতজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার পর্যন্ত ২৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে আরও ২ হাজার ৩৪৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে এক হাজার ২৮৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় এক হাজার ৮৪ জন নতুন করে ভর্তি হয়েছেন। সোমবার এ সংখ্যা ছিল দুই হাজার ৮৫। চলতি আগস্টের পাঁচ দিনেই রোগীর সংখ্যা ১১ হাজার ৪৫১ জনে দাঁড়াল।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১ হাজার ৯২১ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। হাসপাতালে বর্তমানে সাত হাজার ৯৬৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। রাজধানী ঢাকার ৩৮ সরকারি-বেসরকারি হাসপাতালে পাঁচ হাজার ১৮২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় দুই হাজার ৭৮৬ জন ভর্তি আছেন।

মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন ইতালি প্রবাসী হাফসা লিপি। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোয়ারা বেগম, আমজাদ মণ্ডল ও হাবিবুর রহমান- এ তিনজনের মৃত্যু হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে মনোয়ারা, মানিকগঞ্জের শিবালয়ে আমজাদ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাবিবুর রহমানের বাড়ি। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন রবিউল ইসলাম। তার গ্রামের বাড়ি রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছে শিশু রিয়ানা। তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। ধানমণ্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে মারা গেছে শিশু মদিনা আক্তার। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড়।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেলে ৬৮০, মিটফোর্ডে ৪৩১, ঢাকা শিশু হাসপাতালে ১৫১, সোহরাওয়ার্দীতে ৩৭০, বারডেমে ৬৪, বিএসএমএমইউতে ১৪৫, পুলিশ হাসপাতালে ১৪৮, মুগদায় ৪৪৮, বিজিবি হাসপাতালে ৩৪, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯৮, কুর্মিটোলায় ৩৫৪, হলি ফ্যামিলিতে ২১৬, বাংলাদেশ মেডিকেলে ১৪৮, ইবনে সিনায় ৯৪, স্কয়ারে ১২৩, কমফোর্টে ১৯, শমরিতায় ৪২, ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৩, ল্যাবএইডে ৬৭, সেন্ট্রালে ১১২, হাই কেয়ারে ৩০, হেলথ অ্যান্ড হোপে ১৭, গ্রীন লাইফে ৮৯, ইসলামী ব্যাংক হাসপাতালে ১১২, ইউনাইটেডে ৯১, খিদমায় ৩০, শহীদ মনসুর আলী মেডিকেলে ৬২, সিরাজুল ইসলাম মেডিকেলে ১০৬, অ্যাপোলোতে ৯৫, আদ্‌-দ্বীনে ১৩৪, ইউনিভার্সেল মেডিকেলে ৪৯, বিআরবি হাসপাতালে ৩৩, আজগর আলীতে ৬৭, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৩৬, উত্তরা আধুনিকে ৮৬, সালাউদ্দিনে ৫৮, পপুলারে ৫৫, উত্তরা ক্রিসেন্টে ৩৬, আনোয়ার খান মডার্নে ১১১ জনসহ বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ১৮২ রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকায় ৫৪০, ময়মনসিংহে ২৩৬, চট্টগ্রামে ৬২০, খুলনায় ৪৭৩, রাজশাহীতে ৩২৯, রংপুরে ২২৭, বরিশালে ৩১৬, সিলেটে ৯১ জনসহ মোট দুই হাজার ৮৩২ জন চিকিৎসাধীন।

About admin

Check Also

পোষ্য কোটা বাতিল না করলে এবার রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজকের মধ্যে সব ধরনের পোষ্য কোটা …

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের …

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক, তবে মুক্তি মিলছেনা

ভারতে অবৈধ প্রবেশের মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জামিন পেয়েছে। তবে এই মামলায় জামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *