সিলেট প্রতিনিধিঃ
সিলেটে মামলার তদন্ত কর্মকর্তা হয়ে কয়েক দফা নোটিশের পরও আদালতে সাক্ষ্য দিতে না আসায় এক পুলিশ কর্মকর্তাকে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. আবুল কাসেম কোতোয়ালি থানার এসআই নুরে আলমকে ২৫০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
আদেশের কপি সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করে এস আই নুরে আলম বলেন, একটি মামলার কাজে তিনি হবিগঞ্জে ছিলেন। মঙ্গলবার সিলেটে ফিরলেও আদালতের শাস্তির বিষয়ে কিছু জানেন না।
২০১৭ সালে এস আই নুরে আলম জালালাবাদ থানায় কর্মরত থাকার সময় একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। সেই মামলায় সাক্ষ্য দিতে না আসায় তাকে আদালত থেকে নোটিশ করা হয়েছিল।