নাদিরা খানম তুলি,সিনিয়র রিপোর্টারঃ
বুধবার রাত পৌনে ৯টার দিকে চিনেরচর এলাকায় যমুনা নদীতে নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুটানিবাজার থেকে ২৫ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি চরহলকা হাবরাবাড়ি এলাকার দিকে রওনা করে। পথে চিনেরচর এলাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১৫ জন তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ থাকে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন নুর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। আপাতত উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়েছে। সকালে আবার শুরু করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নদীতে তীব্র স্রোত থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামানো যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। সকালে আবার শুরু হবে।