মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শেখ মোহাম্মদ আঃ রাজ্জাক,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাঁচিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের আবু তালেবের ছেলে তানভীর হোসেন (২০) ও একই উপজেলার কালিপুর গ্রামের আজিম উদিন (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানায় উপ-পরিদর্শক মো. আশরাফ আলী জানান, মোটরসাইকেলে করে তারা পাঁচিলা ফিডার রোড থেকে মহাসড়কে উঠে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, দু’জনই ঘটনাস্থলে প্রাণ হারান। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। বাসটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।