শনিবার , এপ্রিল ২০ ২০২৪
Home / খেলা-ধুলা / অবসরের ঘোষণা দিল হাসিম আমলা **

অবসরের ঘোষণা দিল হাসিম আমলা **

ক্রিকেটের আকাশ থেকে বিদায় নিল আরেকটি নক্ষত্র। দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী আমলা। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।

২৯১৪ সালের ভারতের বিপক্ষের টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমলার। তারপর দলের হয়ে ১২৪টি টেস্ট খেলেছেন তিনি। সাদা পোশাকে ২৮টি সেঞ্চুরি নিয়ে ৪৬.৬৮ গড়ে রান করেছেন ৯২৮২।

আমলার ওয়ানডেতে অভিষেক হয় আরো পরে। ২০০৮ সালে প্রথম ওয়ানডে খেলেন তিনি। আর টি-টুয়েন্টি খেলেন ২০০৯ সালে। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরি নিয়ে তার মোট রান ৮১১৩। স্ট্রাইকরেট ৮৮.৩৯। ৪৪টি টি-টুয়েন্টি খেলে ১৩২.০৫ স্ট্রাইকরেটে রান করেছেন ১২৭৭।

নিজের অবসরের ঘোষণা দিয়ে আমলা বলেছেন, ‘প্রথমত সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আমাকে প্রোটিয়াদের যাত্রায় অংশ নিতে দেওয়ার জন্য। এটা একটা অন্যরকম সম্মান। এ যাত্রায় আমি অনেক কিছু শিখেছি। অনেক বন্ধু পেয়েছি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করেছি।’

About admin

Check Also

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ছবি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপে গোটা বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও কাঁপছে। আর সেই কাঁপুনি ভালোভাবেই টের পেয়েছে …

ক্যারিবীয় দ্বীপে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ …

‘এই মুহূর্তে বাবর বিশ্বের সেরা অলরাউন্ড ব্যাটার’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে পরাজয়ের মুখ থেকে রক্ষা করেন পাকিস্তানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *