ইমন দাস,সিনিয়র রিপোর্টারঃ
এডিস মশা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাসটার্মিনাল, বাস ডিপো ও রেলস্টেশনে। রোববার স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক জরিপের বরাতে এতথ্য জানানো হয়। রোগ নিয়ন্ত্রণ শাখার সর্বশেষ মশা জরিপে এমন তথ্য উঠে এসেছে। ৩১ জুলাই থেকে ৪ আগস্ট রাজধানীর ১৪টি এলাকায় এই জরিপ করে রোগ নিয়ন্ত্রণ শাখা। স্টেশনে। আর পরিত্যক্ত টায়ার হলো এই মশার সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র।
বাসটার্মিনাল, রেল স্টেশন, বস্তি, মেট্রোরেল প্রকল্প, পুলিশ লাইন ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই জরিপ চালানো হয়।