
গোলাম মাহবুব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২৭ পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বনবিভাগ চত্বরে আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ও সমকাল সুহৃদ সমাবেশের ব্যবস্থাপনায় এই মাংস বিতরণ করা হয়। কোরবানি দেওয়া ১০টি গরুর এ মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শামসুজ্জোহা, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব চিলমারীর সভাপতি গোলাম মাহাবুব, সাংবাদিক নুরুল আমিন সরকার, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল , চিলমারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চিলমারীর সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ , আল খায়ের ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইস্তেয়াক হোসেন খান সুমন, মো. আবু সাইদ ও ইকরা বাংলা টেলিভিশনের ক্যামেরা সাংবাদিক অনিল পাল, চিলমারী থানার ওসি মো. আমিনুল ইসলাম, থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ। প্রতিটি পরিবারের মধ্যে এক কেজি করে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।