নজরুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে পিকনিকের বাসের ছাদ থেকে পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুর ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেসকারহাট এলাকার আপীল উদ্দীনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আলিফ হোসেন নামের একজন। তিনিও একই এলাকার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি থেকে একটি পিকনিকের বাস প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী যাচ্ছিল। পথে নবাবগঞ্জ উপজেলার ইসলামপুর মোড়ে ঘোারার সময় ছাদ থেকে দুই যুবক নিচে পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী ফুরবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল কুমার চাকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।