শুক্রবার , ডিসেম্বর ৮ ২০২৩
Home / সারা দেশ / কুড়িগ্রামে একই সা‌থে দুই শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে যুবক গ্রেপ্তার।

কুড়িগ্রামে একই সা‌থে দুই শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে যুবক গ্রেপ্তার।

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধিঃ

একই সা‌থে দুই  শিশু‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গে রু‌বেল (১৯) না‌মে এক যুবককে গ্রেপ্তার ক‌রে‌ছে কু‌ড়িগ্রাম সদর থানা পু‌লিশ। এ ঘটনায় ভুক্ত‌ভোগী এক শিশুর মা বাদী হ‌য়ে অ‌ভিযুক্ত রুবে‌লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আই‌নে মামলা ক‌রে‌ছেন।

পু‌লিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী ও ভুক্ত‌ভোগী এক শিশুর মা সদর  উপ‌জেলার হ‌লোখানা ইউ‌নিয়‌নের স্বামীর বাড়ি থে‌কে তার ৮ বছরের কন্যা শিশুসহ একই উপ‌জেলার কাঁঠালবাড়ী ইউ‌নিয়‌নে তার বাবার বাড়িতে  বেড়া‌তে যান। মঙ্গলবার সন্ধ্যায় তার বাবার বাড়ি সংলগ্ন প্রতি‌বে‌শি হোসেন আলীর পুত্র রুবেল তার ৮ বছ‌রের কন্যা শিশু ও ৭ বছ‌রের ভা‌তি‌জিকে ফুস‌লি‌য়ে তার নিজ বা‌ড়িতে নি‌য়ে গি‌য়ে ধর্ষণ ক‌রে। এসময় দুই  শিশু কন্যার অভিভাবকরা তাদের খোঁজাখুঁ‌জি কর‌লে অ‌ভিযুক্ত রুবে‌লের ঘরের দরজা ভেতর‌ থে‌কে বন্ধ পায়। ডাকাডা‌কির পর রু‌বেল দরজা খু‌লে দি‌লে রুবে‌লের ঘ‌রে ওই দুই শিশু কন্যা‌কে বস্ত্রহীন অবস্থায়  উদ্ধার ক‌রা হয়। এসময় রুবেল পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌লে প‌রিবা‌রের সদস্যরা তা‌কে আটক ক‌রে। পরে রাত ১০টার দিকে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর ক‌রে।

কু‌ড়িগ্রাম সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) জানান, অভিযুক্ত কি‌শোর রু‌বে‌লের বিরু‌দ্ধে মামলা হ‌য়েছে।ঘটনার শিকার দুই  শিশু কন্যার স্বাস্থ্য প‌রীক্ষার জন্য কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

About admin

Check Also

ভোলায় ১৭ মনোনয়ন পত্র বৈধ, বাতিল-২, স্থগিত-১

ভোলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা জেলার ৪টি আসনের ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ …

চিলমারীতে এইচএসসিতে ছেলেদের পেছনে ফেলে এগিয়ে মেয়েরা

চিলমারী প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে এবারো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরিক্ষায় চিলমারী সরকারী কলেজের …

চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং-এর সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,চিলমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে রেঁনেসা ক্যাডেট কোচিং সেন্টার (রংপুর)’র সৌজন্যে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *