শনিবার , মার্চ ১৮ ২০২৩
Home / জাতীয় / ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে

ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বেড়েছে

এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১ হাজার ২০০ জন। খবর ইউএনবির

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১২৫ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭ আগস্ট ২ হাজার ৪২৮ জন, ৮ আগস্ট ২ হাজার ৩২৬ জন, ৯ আগস্ট ২ হাজার ২ জন, ১০ আগস্ট ২ হাজার ১৭৬ জন, ১১ আগস্ট ২ হাজার ৩৩৪ জন, ১২ আগস্ট ২ হাজার ৯৩ জন ও ১৩ আগস্ট ১ হাজার ২০০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগী ৭ হাজার ৮৬৯ জন। যার মধ্যে ঢাকায় আছেন ৪ হাজার ১৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৩ হাজার ৭২৬ জন।

গত পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে ৩৮ হাজার ৪৪২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

About admin

Check Also

কোভিডের তৃতীয় ও চুতুর্থ ডোজ টিকা দেওয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চুতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে …

বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ …

সরকার স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যে কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *